সাম্য হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মশাল মিছিল করা হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, সাম্যকে পায়ের রগে আহত করে, চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রগের রাজনীতি কারা এ দেশে করে ছাত্রসমাজ ভালোভাবেই জানে।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/আরাফাত