শেখ হাসিনাকে দেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপা। ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে। আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার প্রমুখ।
নজরুল ইসলাম বাবলু বলেন, হাফ ডজন উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের একজনও হাসিনার আমলে গুম-খুন ও গণহত্যা নিয়ে প্রতিবাদ করেননি। তারা সুশীল পরিচয়ে সুবিধাবাদী হয়ে পতিত স্বৈরাচারের পক্ষে কাজ করেছেন। তারাই এখন দেশের হয়ে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।