ওভালে অ্যাশেজ-সদৃশ রোমাঞ্চ! পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিনে যখন মনে হচ্ছিল ইংল্যান্ড জয় ছিনিয়ে নেবে, তখনই বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি। আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ফলে ৩৫ রান দূরে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডকে অপেক্ষা করতে হচ্ছে শেষ দিনের জন্য।
যদিও জয় এখনো নিশ্চিত নয় ইংল্যান্ডের জন্য, কারণ ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় তারা ইতোমধ্যেই হারিয়েছে ৬টি উইকেট। বাকি আছে মাত্র ৪টি। অন্যদিকে ভারতের দরকার কেবল ৪ উইকেট।
উইকেটে রয়েছেন দুই ‘জেমি’ জেমি স্মিথ ও জেমি ওভার্টন। এই দুইজনের কাঁধেই এখন ইংল্যান্ডের ভাগ্য। চাপের মধ্যে থেকেও তারা শেষদিকে অবিচ্ছিন্ন ছিলেন, যা ইংল্যান্ডের জন্য একমাত্র স্বস্তির জায়গা।
এর আগে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান জো রুট ও হ্যারি ব্রুক। তৃতীয় উইকেটে তারা গড়েন ১৯৫ রানের জুটি। রুট তুলে নেন তার ক্যারিয়ারের ৩৯তম টেস্ট সেঞ্চুরি (১০৫), আর ব্রুক খেলেন ঝড়ো ইনিংস ৯৮ বলে ১১১ রান।
ভারতের পেস আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন প্রাসিধ কৃষ্ণা। ইংলিশ ব্যাটারদের ভোগাতে ভোগাতে তুলে নেন ৩ উইকেট। তাকে ভালো সঙ্গ দেন মোহাম্মদ সিরাজ (২ উইকেট) ও আকাশ দিপ (১ উইকেট)। শেষ দিকে স্পিনারদের না এনে পেসারদের ওপরই ভরসা রাখে ভারত।
চলতি টেস্ট সিরিজের শেষ ম্যাচটি এখন যেন এক সিনেমার শেষ দৃশ্যের অপেক্ষায়। জয় ছিনিয়ে নিতে ইংল্যান্ডের চাই মাত্র ৩৫ রান, ভারতের দরকার ৪ উইকেট। সোমবার (শেষ দিন) সকালেই হয়তো নির্ধারিত হবে ট্রফির ভাগ্য।
বিডি প্রতিদিন/মুসা