গ্রাফিতির সঙ্গে জুলাই অভ্যুত্থানের সম্পর্কটা অনেক নিবিড়। দেয়াল ও রাজপথের সেই জুলাই গ্রাফিতি এবার উঠে এসেছে রাজপথের রিকশায়। রাজধানীতে ৩০০ রিকশার পেছনে এখন দৃশ্যমান জুলাই বিপ্লবের বর্ণিল গ্রাফিতি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে ৩০০ রিকশায় জুলাই বিপ্লবের বর্ণিল গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়।
যেন জুলাইয়ের দ্রোহ আর সংগ্রামের গল্পগুলো জীবন্ত হয়ে উঠে ঢাকার রাস্তায়।
গতকাল সেসব রিকশা নিয়ে ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য রিকশার্যালির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রতিটি রিকশায় আঁকা ইতিহাস, প্রতিরোধ আর প্রত্যয়ের রঙিন রেখা। একেকটি রিকশা যেন একেকটি ক্যানভাস, যেখানে রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে ২০২৪-এর গর্জে ওঠা দিনগুলোর স্মৃতি, শহীদের আত্মত্যাগ, এবং সেই আন্দোলনের অগ্নিময় চেতনা। ৩০০ রিকশার এই শৈল্পিক রিকশার্যালি রাজপথে মূর্ত করে তুলেছিল জুলাই অভ্যুত্থানকে। র্যালিটি বিকালে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মধুবাগ, মগবাজার হয়ে আবারও শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া রিকশার মাইক থেকে বাজানো হয় দেশাত্মবোধক ও জুলাইয়ের গান। এর আগে, রাজধানীর ছয়টি স্থান থেকে রিকশার্যালি করে শিল্পকলা একাডেমিতে মিলিত হয় ৩০০টি রিকশা। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ।