ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের উদ্যোগে বিশ্ব জাদুঘর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম। ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়াম সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনা আলোচনা সভায় “দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যের বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মোঃ এহসান মুরাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, উইজডম স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আবু শামীম মোঃ মামদুদ মোল্লা।
সভায় বক্তারা জেলা পর্যায়ে জাদুঘরের গুরুত্ব তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ- মিউজিয়ামের জন্য জায়গা বরাদ্দ করে এর স্থায়ী রূপ দেয়ার উপর জোড় দেন। বক্তারা বলেন, ১৯৯১ সনে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বে-সরকারি আর্কাইভ হিসাবে এর যাত্রা শুরু হলেও পথটা মসৃণ ছিলনা। যার জন্য আশানুরূপ উন্নতি চোখে পড়ে না।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ইতিহাস ঐতিহ্যের পাদপীঠ, সংস্কৃতির রাজধানী হিসাবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে ধারন করতে হলে জাদুঘরের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সামনে এগিয়ে যেতে হলে ইতিহাসকে জানতে হবে, শুদ্ধ ইতিহাস চর্চা করতে হবে। জাদুঘর হলো ইতিহাসের প্রামাণ্য দলিল। ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে তাদের ইতিহাস ধারন করার উপযোগী জাদুঘর গড়তে হবে। সেজন্য জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
বিডি প্রতিদিন/এএম