হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গড়ে উঠেছে একাধিক অবৈধ বালুর ডিপো। এসব ডিপোর কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। সরেজমিনে সুদিয়াখলা এলাকায় দেখা গেছে, রাস্তার পাশ ঘেঁষে স্তুপ করে রাখা হয়েছে বিপুল পরিমাণ বালু। স্থানীয়দের দাবি, ড্রেজার মেশিন দিয়ে সড়কের অপর পাশ থেকে বালু উত্তোলন করে তা রাস্তার ধারে জমা করা হয়, পরে ট্রাক্টরে করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
ফারুক আহমেদ, এক সিএনজি চালক বলেন, “প্রায়ই রাস্তার ওপর ট্রাক্টর রেখে বালু তোলা হয়। এতে রাস্তার পাশে ভাঙন তৈরি হয়েছে, বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়।”
পথচারী মিনহাজ মিয়া বলেন, “বৃষ্টির দিনে বালু সড়কে ছড়িয়ে পড়ে, এতে গাড়ি ফিসলে পড়ে দুর্ঘটনা ঘটে। এসব দ্রুত সরানো দরকার।”
স্থানীয় বাসিন্দা আলমগীর মিয়া বলেন, “পরিবহনের সুবিধার জন্য রাস্তার পাশে অবৈধ ডিপো তৈরি করা হয়েছে, যা যান চলাচলে বাধা সৃষ্টি করছে।”
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত না। তবে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল ও পথচারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে সড়ক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।
বিডি প্রতিদিন/আশিক