সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলার পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলস্টেশনের পাশের মহাসড়কসংলগ্ন খোলা ড্রেন থেকে এক অজ্ঞাত যুবকের (বয়স আনুমানিক ৩৫ বছর) মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ রেলস্টেশনের দক্ষিণ পাশে একটি ড্রেনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি বলেন, "তাকে কেউ হত্যা করে ফেলে রেখেছে, নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে—তা ময়নাতদন্তের পর জানা যাবে।" মরদেহটি শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের মো. শান্ত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, শান্ত পেশায় নরসুন্দর ছিলেন। তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দুটি মৃত্যুই সন্দেহজনক বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক