জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ক্লান্তি উপেক্ষা করে এক দিনের ব্যবধানে আজই আইপিএলের মাঠে নামছেন তিনি।
আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামছে দিল্লি ক্যাপিটালস। দলটির একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ মাত্র একদিন আগেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। এবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির পেস আক্রমণে ভরসা রাখছেন অধিনায়ক ঋষভ পান্ত।
আজকের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফে ওঠা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে দিল্লি। যদি তারা আজকের ম্যাচে জয়ী হয়, তবে তারা চারে উঠে যাবে।
এদিকে, দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে পাচ্ছে না অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে। তার বদলি হিসেবে দলে এসেছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে, গুজরাট টাইটান্সের একাদশে ফিরেছেন কাগিসো রাবাদা, যিনি ডোপ টেস্টের কারণে গত কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা