মৌসুম শেষে পর্তুগালের ক্লাব বেনফিকা ছাড়ছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। বিদায়ের আগে ক্লাবটিকে উপহার দিতে চান একটি শিরোপা। ২৫ মে পর্তুগিজ কাপের ফাইনালে জয় পেয়েই বেনফিকায় নিজের দ্বিতীয় অধ্যায়কে স্মরণীয় করতে চান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ডি মারিয়া। সেখানে তিনি জানান, গতকাল ব্রাগার বিপক্ষে ম্যাচটি ছিল বেনফিকার হয়ে তার শেষ লিগ ম্যাচ।
ডি মারিয়া লিখেছেন, 'বেনফিকার জার্সিতে এটি ছিল আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি আবারও গায়ে দিতে পেরে আমি গর্বিত। সামনে রয়েছে আরেকটি ফাইনাল। আমরা বিশ্বাস আর উদ্দীপনা নিয়ে মাঠে নামব। সব সময় একসঙ্গে থাকার জন্য এবং আমাকে সমর্থন দেওয়ার জন্য বেনফিকার সমর্থকদের ধন্যবাদ।'
আগামী ২৫ মে পর্তুগিজ কাপের ফাইনালে বেনফিকার প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। লিগে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে স্পোর্টিংয়ের কাছে শিরোপা হাতছাড়া করায় হতাশ ডি মারিয়া। তিনি বলেন, 'চ্যাম্পিয়নশিপে আমরা যেটা চেয়েছিলাম, সেটা হয়নি। আমরা লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করেছি। এইভাবে মৌসুম শেষ হওয়া কষ্টের।'
২০০৭ সালে প্রথমবার বেনফিকায় যোগ দেন ডি মারিয়া। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ঘুরে ২০২৩ সালে আবারও বেনফিকায় ফেরেন তিনি। দুই মেয়াদে ক্লাবটির হয়ে ২১১ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৪৭ গোল, আর করেছেন ৫৩টি অ্যাসিস্ট।
ডি মারিয়ার সঙ্গে বেনফিকার বর্তমান চুক্তি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। ফলে তাত্ত্বিকভাবে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন তিনি। তবে খেলবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাননি এই ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
বিডি প্রতিদিন/মুসা