বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির চেয়ারম্যান শহীদ সেরনীয়াবাতের সভাপতিত্বে সভায় বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম ২০১৭ সালে সম্পাদিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রির্পোট উপস্থাপন করেন। এছাড়া ২০১৮ সালের আয় ব্যয়ের হিসাব সম্বলিত নিরীক্ষা প্রতিবেদন সমিতির কোষাধ্যক্ষ উপস্থাপন করেন। সভায় সমিতির বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে উপস্থাপিত রির্পোট ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়। এছাড়াও সমিতি পরিচালনায় উপস্থিত সদস্যবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।
উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও একটি আকর্ষণীয় স্মরণিকা ”বার্ষিক কার্যপরিক্রম-২০১৮” প্রকাশিত হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব