অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর গুলশান ১১৬, ১১৮, ১২১ ও ১২২ নম্বর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ রবিবার বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা এবং বায়ু দূষণ করার অপরাধে বেঙ্গল রিয়েল এস্টেটকে ৫০ হাজার টাকা এবং আমিন মোহাম্মদ গ্রুপকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম