৮ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২০

দুর্গা পূজা উদযাপন কমিটিতে দায়িত্ব পেলেন চৈতী ও তিলোত্তমা সিকদার

নিজস্ব প্রতিবেদক

দুর্গা পূজা উদযাপন কমিটিতে দায়িত্ব পেলেন চৈতী ও তিলোত্তমা সিকদার

চৈতী রানী বিশ্বাস ও তিলোত্তমা সিকদার (ডানে)

রাজধানীর রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমের আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দুজন নারীকে। চৈতী রানী বিশ্বাসকে আহ্বায়ক, তিলোত্তমা সিকদারকে সদস্য সচিব করা হয়েছে। তারা দুজনই ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেত্রী। একই সঙ্গে রমনা কালী মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার রাতে মন্দির ও আশ্রমের পরিচালনা কমিটির সভায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়া সদস্য সচিব এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তিলোত্তমা সিকদার বিষয়টি ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ বাংলাদেশের রমনা কালী মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক শ্রীশ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিষদ- ২০২১ এর আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন দুজন নারীকে। নারীদের আর ভোগ তৈরি আর পূজার কাজের দায়িত্বে সীমাবদ্ধ রাখেনি। নারীদের দিয়েছে গুরুদায়িত্ব পুরো পূজার। ইতিহাস করেছে তারাও। রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সাহা এবং সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস দাদাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এমন যুগপোযোগী সিন্ধান্ত নেয়ার জন্য।’


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর