৬ ডিসেম্বর, ২০২১ ১৯:১৭

পুলিশের উদ্যোগে ‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশের উদ্যোগে ‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে ‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি’-স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো পুলিশ ব্লাড ব্যাংক। 

সোমবার সকালে বিভাগীয় পুলিশ হাসপাতালে পুলিশ ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী, ডা. মুহাম্মদ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম।

ব্লাড ব্যাংকের উদ্বোধন করে পুলিশ কমিশনার বলেন, আরএমপিতে পুলিশ ও নন-পুলিশ মিলে ৩ হাজার ২১৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এছাড়া রাজশাহী জেলা পুলিশ, আরআরএফ, সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করার সময় তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রায়ই রক্তের প্রয়োজন হয়। আর এই রক্ত সংগ্রহ করতে গিয়েই পুলিশ এবং নন-পুলিশ সদস্যদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। অনেকেই রক্ত সংগ্রহ করতে পারেন না। এইসব দিক বিবেচনায় আরএমপি’র উদ্যোগে ‘পুলিশ ব্লাড ব্যাংক’ স্থাপন করা হলো।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর