খালের পানির ওপর ভাসছে ময়লার আস্তরণ। উটকো গন্ধে খাল ঘেঁষে হেঁটে চলাও দায়। কোথাও খালের ওপর নির্মাণ হচ্ছে ভবন। ময়লা-আবর্জনা ও আগাছায় কোথাও খাল ভরাট হয়ে গেছে। কোথাও খালের গভীরতা কমে এখন ভূমির সমান্তরালে। এমন অবস্থা ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের সড়ক ঘেঁষে প্রবাহিত শতবর্ষী মাকরজানি খালে। গত এক যুগ ধরেই খালটিকে গিলে খাচ্ছে দখলবাজ অথবা ময়লার স্তূপ। ফলে এ খাল দিয়ে এখন দ্রুতগতিতে পানি ভাটির দিকে যেতে পারে না। প্রতি বছর বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। অথচ ২০ বছর আগেও খালে ছিল স্বচ্ছ পানির প্রবাহ। মিলত নানা প্রজাতির দেশীয় মাছ। এখন এসব নগরবাসীর কাছে এক স্মৃতি। ময়মনসিংহ সিটি করপোরেশন খাল দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও করেছে। কিন্তু তারপর আবারও একই স্টাইলে দখলবাজিতে মেতে ওঠে প্রভাবশালী চক্রটি। সাম্প্রতিক খাল দখল করায় প্রভাবশালী প্রকৌশলী আবদুর রহিমকে দুই দফায় ১০ হাজার টাকাও জরিমানা করে সিটি করপোরেশন। ময়মনসিংহ শহরের পানি নিষ্কাশনের অন্যতম এ খালটির দৈর্ঘ্য ৫ কিলোমিটার। এ খাল সিটি করপোরেশনের পেছন দিক থেকে শুরু হয়ে বিদ্যাময়ী স্কুল, নতুন বাজার লেভেলক্রসিং, হরিজন পল্লী, নওমহল, নন্দীবাড়ী, বুচারপুল হয়ে আকুয়া চুকাইতলা এলাকায় গিয়ে শেষ হয়েছে। বর্ষা মৌসুমে শহরের মূল অংশের পানি এ খাল হয়ে ভাটির দিকে যায়। কিন্তু দীর্ঘ সময় ধরে ভরাট হতে হতে খালটি এখন মৃতপ্রায়। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দখলবাজির টুঁটি চেপে ধরা সম্ভব নয়। সুনাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হতে হবে। তবে দখলদারদেরও ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন