‘ঈদ মোবারক। মহান আল্লাহর বরাদ্দকৃত রিজিক আপনার কাছে ঈদ উপহারস্বরূপ রক্তিম পরিবার পৌঁছে দিচ্ছে মাত্র’। একটি ব্যাগের ওপর এমন লেখা। আর ব্যাগের ভেতর তেল, চিনি, সেমাই, দুধ, চাল, নুডলস, পিয়াজ ও গোস্ত।
শনিবার সকালে এমন ব্যতিক্রমী ঈদ উপহার অর্ধশতাধিক পরিবারের নিকট পৌঁছে দিয়েছে রক্তিম ব্লাড ডোনারস' কমিউনিটি।
খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, কদমতলী ও চিটাগাং রোড এলাকায় অসহায় মানুষদের এ ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এ বিষয়ে সংগঠনটির স্বেচ্ছাসেবী মুক্তাদীর হোসেন হৃদয় জানান, 'আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করি। অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ আগস্ট মানুষকে রক্তদান ও রক্তদানে উৎসাহ প্রদানের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        