নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার অনুযায়ী শিগগিরই অনলাইন গণমাধ্যম নীতিমালা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার অনুযায়ী অনলাইন গণমাধ্যম করা হবে।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। অনলাইন মিডিয়াগুলো যাতে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রকাশ করতে পারে সেজন্য খুব শিগগিরই একটি নীতিমালা করা হবে।
অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জয়ন্ত আচার্য এতে সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান তথ্য কমিশনার (পিআইবি) তৌকির আহমেদ ও আমাদের সময় ডটকম এবং দৈনিক আমদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান।