আবেদনের পরও টিকিট না দেওয়ায় এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে স্টেশন মাস্টারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। মামলায় অভিযুক্তরা হলেন- স্টেশন মাস্টার আবু জাফর আহমেদ, বুকিং ক্লার্ক মো. মহসিন, জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক, ওসির বডিগার্ড এমরান, জিআরপি থানার এসআই ওয়াহিদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. রাসেল, সাইফুল ইসলাম, মো. শামসুদ্দিন, ইমরুল খান, মো. কুদ্দুস, মোহাম্মদ উল্লাহ, হাবিলদার রবিউল হক, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মুনির হোসেন, হাবিবুর রহমান হাবিব এবং মো. সাব্বির। গতকাল চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমানের আদালতে নগর ছাত্রলীগের সহ দফতর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু বাদী হয়ে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী সানোয়ার আহমেদ লাবলু বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে কোতোয়ালি থানাকে তা এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ৩১ আগস্ট ছাত্র সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার জন্য ৩৮০টি টিকিটের আবেদন করেছিল ছাত্রলীগ। পরে টিকিটের জন্য গেলে রেল কর্মকর্তারা টিকিট দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক পেটায় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ছাড়া জড়ো হওয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপরও লাঠিপেটা করে পুলিশ। পরে স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত ও জিআরপি থানার ওসিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
স্টেশন মাস্টারসহ ১৭ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা
চট্টগ্রাম রেল স্টেশনে ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর