আবেদনের পরও টিকিট না দেওয়ায় এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে স্টেশন মাস্টারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। মামলায় অভিযুক্তরা হলেন- স্টেশন মাস্টার আবু জাফর আহমেদ, বুকিং ক্লার্ক মো. মহসিন, জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক, ওসির বডিগার্ড এমরান, জিআরপি থানার এসআই ওয়াহিদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. রাসেল, সাইফুল ইসলাম, মো. শামসুদ্দিন, ইমরুল খান, মো. কুদ্দুস, মোহাম্মদ উল্লাহ, হাবিলদার রবিউল হক, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মুনির হোসেন, হাবিবুর রহমান হাবিব এবং মো. সাব্বির। গতকাল চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমানের আদালতে নগর ছাত্রলীগের সহ দফতর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু বাদী হয়ে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী সানোয়ার আহমেদ লাবলু বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে কোতোয়ালি থানাকে তা এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ৩১ আগস্ট ছাত্র সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার জন্য ৩৮০টি টিকিটের আবেদন করেছিল ছাত্রলীগ। পরে টিকিটের জন্য গেলে রেল কর্মকর্তারা টিকিট দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক পেটায় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ছাড়া জড়ো হওয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপরও লাঠিপেটা করে পুলিশ। পরে স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত ও জিআরপি থানার ওসিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
স্টেশন মাস্টারসহ ১৭ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা
চট্টগ্রাম রেল স্টেশনে ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর