প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাউজান পৌরসভায় অবশেষে আওয়ামী লীগ ও দলীয় বিদ্রোহী প্রার্থীর মধ্যে ‘সমঝোতা’ হয়েছে। দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারণায় মাঠে নামছেন সব নেতা-কর্মী। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে এক বৈঠকে কেন্দ্রীয় ও জেলার নেতারাসহ স্থানীয় এমপি ফজলে করিমের উপস্থিতে এ ‘সমঝোতা’ হয়। এদিকে, স্থানীয় এমপির নেতৃত্বে রাউজানের সব নেতা-কর্মী দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নামছেন বলে জানা যায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে বৈঠক হয়েছে। এ সময় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাবেন তারা। সীতাকুণ্ডের বিষয়েও দলীয় নির্দেশনা রয়েছে। রাউজানের আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত জানান, সমঝোতার পর এক সঙ্গে সবাই কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘সমঝোতার’ কথা স্বীকার করে রাউজানের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানা বলেন, ৯টি ওয়ার্ডেই গণসংযোগ করেছি। স্থানীয় ভোটাররাও আমাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু বাবার (উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী) রাজনীতির প্রতি সম্মান রেখে প্রার্থী থেকে সরে দাঁড়ালাম। আগামী দিনে সবার মাঝে থেকে সেবা করার অঙ্গীকার করছি। জানা যায়, রাউজান থেকে দলের মনোনীত প্রার্থী দেবাশীষ পালিত ও বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানার মধ্যে ‘সমঝোতা’র উদ্যোগ নেন স্থানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
অবশেষে রাউজানে আওয়ামী লীগের সমঝোতা
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর