শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

প্রাকৃতিক দুর্যোগে হালদায় ডিম ছাড়েনি মা মাছ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভরা পূর্ণিমা, ভারি বর্ষণ, মেঘের গর্জন, পাহাড়ি ঢল-এসব ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ। গত বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত প্রকৃতিতে এসবই ছিল। তারপরও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের একমাত্র প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ কাঙ্ক্ষিত মূল ডিম ছাড়েনি, ছেড়েছে নমুনা ডিম।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা নদী গবেষক অধ্যাপক মো. মঞ্জুরুল কিবরিয়া বলেন, মা মাছ ডিম ছাড়ার জন্য উপযুক্ত পরিবেশ আবশ্যক। গত তিন দিন ধরে সবকিছু ঠিক থাকলেও প্রাকৃতিক দুর্যোগ থাকায় হয়তো মূল ডিম ছাড়েনি। কারণ ডিম ছাড়ার জন্য প্রাকৃতিক দুর্যোগ না থাকা, পরিবেশ ভালো থাকা, পানির প্রয়োজনীয় গুণাগুণ ঠিক থাকা, আবহাওয়া ইতিবাচক থাকা আবশ্যক। আশা করছি, প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলে মাছ অবশ্যই ডিম দেবে।

সর্বশেষ খবর