Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১ জুন, ২০১৬ ২৩:২৩

ফাহিম মুনয়েমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

ফাহিম মুনয়েমের ইন্তেকাল

মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম গতকাল সকালে গুলশানের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রখ্যাত সাংবাদিক প্রয়াত সৈয়দ নূরুদ্দিনের পুত্র। সৈয়দ ফাহিম মুনয়েম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের তথ্য সচিব ছিলেন। এর আগে তিনি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ছিলেন। দীর্ঘদিন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের  দায়িত্বও পালন করেন তিনি। ফাহিম মুনয়েম দৈনিক সংবাদ, মর্নিং সান ও বার্তা সংস্থা ইউএনবিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সৈয়দ ফাহিম মুনয়েমের মরদেহ স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। মরহুমের যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ছেলে দেশে ফেরার পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পারিবারিক সূত্র জানায়। সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তথ্য সচিব মরতুজা আহমদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের মহাসচিব ওমর ফারুক ও এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি শাবান মাহমুদ ও আবদুল হাই শিকদার শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মন্তব্য