শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

কর্মজীবী মহিলা হোস্টেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কর্মজীবী নারীরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। গতকাল বিকাল ৪টার দিকে এ অবরোধ শুরু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে মহিলা পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে প্রতিবাদী নারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।

আন্দোলনকারী নারীরা জানান, সম্প্রতি সমাজসেবা অধিদফতর হোস্টেলের সিট ভাড়া দ্বিগুণ করে। এ হিসাবে সিঙ্গেল সিটের ভাড়া ১৫০০ টাকার জায়গায় ৩০০০ ও ডাবল সিটে ১১০০ টাকার জায়গায় ২১৬০ টাকা নির্ধারণ করে। এর বিরুদ্ধে তারা আগেও বেশ কয়েকবার আন্দোলন করেছেন। বিকালে হোস্টেলের নারীরা নিউমার্কেট থানার সামনে কাঁটাবন সড়ক অবরোধ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর