বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

বন্দরের দুই কোটি টাকার ভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের সিপিআর গেইট এলাকার ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিপিআর গেইট এলাকায় অবৈধ পার্কিংয়ের জন্য ৫ চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। উদ্ধারকৃত ভূমির পরিমাণ প্রায় ১ একর। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে বন্দর সূত্রে জানা গেছে। রোকেয়া পারভীন জানান, সিপিআর গেইট এলাকায় দীর্ঘদিন ধরে বন্দরের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে জায়গা দখলে রাখে একটি চক্র। যেখানে চা দোকান, হোটেল ও গ্যারেজসহ ৪০টি স্থাপনা গড়ে তোলা হয়। আমরা অভিযান চালিয়ে এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ২ কোটি টাকা মূল্যের এই জায়গা উদ্ধার করেছি। এছাড়া সিপিআর গেইটে গাড়ি রেখে যানজট সৃষ্টির দায়ে ৫ চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর