মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

বিচারবহির্ভূত হত্যা বন্ধ করুন : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করা যায় না। তিনি বলেন, শনিবার মাদারীপুরে কলেজশিক্ষক হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ও রিমান্ডে থাকা আসামি গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারে হত্যা করা হয়। অবিলম্বে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা উচিত। গতকাল  বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১৪তম দিবসের আলোচনায় পীর চরমোনাই উপরোক্ত কথা বলেন। পীর চরমোনাই বলেন, গত কয়েক দিনের ‘গণগ্রেফতার’ ও ‘ক্রসফায়ার’ নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়ছেই। এ ধরনের হত্যাকাণ্ডের ফলে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। ক্রসফায়ারে হত্যাকাণ্ডে জনমনে চরম সংশয় জন্ম নেয়।

সর্বশেষ খবর