বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

সাবেক স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে সাবেক স্ত্রীকে শ্বাস রোধ করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এ ছাড়া এ মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুল করিমের ছেলে সোহেল ইবনে করিম (৩৫)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার ফুলবাড়ী উপজেলার সরকারপাড়া গ্রামের মনিরুজ্জামান সরকারের ছেলে শাকিল সরকার (২৮), আদমদীঘি উপজেলার সন্তোষ চন্দ্র ঘোষের ছেলে সেনগুপ্ত ঘোষ (৩৫) এবং দুপচাঁচিয়া উপজেলার বাটাহারা গ্রামের খয়বর আলী ফকিরের ছেলে আহাদ আলী (৪০)। রায় ঘোষণার সময় আসামি শাকিল ও সেনগুপ্ত আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও আহাদ আলী এ মামলায় গ্রেফতার হওয়ার পর জামিন নিয়ে পলাতক আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, ২০১২ সালের ১৩ ডিসেম্বর আসামিরা মাইক্রোবাসে করে আদমদীঘি উপজেলার মুরইল গ্রামে শিরিন আক্তারের বাবা আজিজার রহমানের বাড়িতে হানা দেয়।

সর্বশেষ খবর