বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ময়ূর ও মহানন্দায় স্থাপনা নির্মাণে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী ও খুলনার ময়ূর নদ দখল করে স্থাপনা নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও খুলনার জেলা প্রশাসককে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত ১২ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘নদী দখল করে পার্কের স্থাপনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছে লিনিয়ার পার্কের স্থাপনা। নগরের গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীর পাঁচটি স্থানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। সম্প্রতি সরেজমিন দেখা গেছে, তীর থেকে নদীর ভিতরের দিকে ১৫-২০ ফুট জায়গা নিয়ে স্থাপনা তৈরির কাজ চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর