শিরোনাম
শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পবিত্র আশুরা পালিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা পালিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গত বুধবার পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন, কবর জিয়ারত, নফল নামাজ আদায়, ইবাদত বন্দেগির মাধ্যমে দিনটি পালন করেন।

এই আশুরার (১০ মহররম) দিনেই প্রিয় নবীর (সা.) দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। এ জন্য মুসলিম সম্প্রদায় দিনটিকে পালন করে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে। কারবালার হৃদয়বিদারক স্মৃতির স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তাজিয়া মিছিল বের করে। রাজধানীতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইমামবাড়ার সামনে থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে শুরু হয় এই তাজিয়া মিছিল। হোসনি দালান থেকে মিছিলটি শুরু হয়ে বকশীবাজার-উর্দুরোড-লালবাগ চৌরাস্তা-ঘোড়া শহীদের মাজার-আজিমপুর-নিউমার্কেট-সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির অস্থায়ী কারবালায় (ধানমন্ডি লেক) গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকার শিয়া সম্প্রদায়ের মানুষ সকাল থেকেই হোসনি দালানের সামনে জড়ো হতে থাকেন। মিছিলে অনেকের হাতে জরি লাগানো লাল-সবুজ নিশান, মাথায় শোকের কালো কাপড়, অনেকের শরীরে কালো পোশাক ছিল। এ ছাড়া ঢাকার বাইরে সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল, সিলেট, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করা হয়। আশুরা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দিন অনেকে খিচুড়ি বিতরণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর