আইসিইউ ব্যবসা, সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণা, চিকিৎসায় অব্যবস্থাপনা ও প্যাথলজি পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (ওষুধ, কেমিক্যাল) ব্যবহারের দায়ে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল (সার্জিক্যাল ক্লিনিক) কর্তৃপক্ষকে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে র্যাব-৬-এর বিশেষ অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এ সাজা দেন। জরিমানার অর্থ তত্ক্ষণাৎ পরিশোধ না করায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায় র্যাব। পরে সন্ধ্যায় জরিমানার অর্থ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তরা হলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) ডা. সুভাষ কুমার সাহা, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম মাহবুবুর হক, ল্যাব ইনচার্জ জেমস তরুণ সরকার, বাহারুল ইসলাম ও ফার্মেসি পরিচালক মোল্লা নাসির উদ্দিন। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে আইসিইউ সেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। বিনা কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়াই আইসিইউতে রোগী ভর্তি করে টাকা আদায় করা হতো। পাশাপাশি আইসিইউর বেড ভাড়া ৩ হাজার টাকা বলা হলেও পরে সার্ভিস চার্জ, কনসালট্যান্ট ফির নামে এর কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হতো। এ ছাড়া রোগীদের প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হয়। হাসপাতালে ব্লাড ব্যাংকের অনুমোদন না থাকলেও অভিযানকালে ২৩ ব্যাগ কালচে নষ্ট হয়ে যাওয়া রক্ত উদ্ধার হয়। বিভিন্ন প্যাথলজি পরীক্ষার রিপোর্টে চিকিৎসকদের পরিবর্তে অন্যদের স্বাক্ষর নেওয়ার প্রমাণপত্র পাওয়া গেছে।
শিরোনাম
- জবি ছাত্রদল নেতা হত্যায় তিন আসামি গ্রেফতার
- গাজা-ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে নাজেহাল মার্কিনিরা: কংগ্রেসওম্যান
- জবি ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেলের জয়
- ২০২৮ সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত ইউরোপীয় জোটের
- আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষক
- শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গাজায় যুদ্ধবিরতি এখনো ‘বহাল আছে’ : ট্রাম্প
- রেলপথে নতুন উদ্যোগ সৌদির, চার ঘণ্টায় যাবে ১৫০০ কিমি
- উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার মানোন্নয়ন অপরিহার্য
- বিচ্ছেদ নিয়ে যা বললেন সামান্থা
- ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি নারী
- সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
- আরও ১৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জার্মানি
- বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ভিডিও সরাল টিকটক
- বিমানবন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম শুরু
- জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৮ বছরের ছাত্রীকে হত্যা, দক্ষিণ কোরিয়ার শিক্ষিকার আজীবন কারাদণ্ড
- কেন ডুরান্ড লাইন অস্বীকার করছে আফগানিস্তান?
- রাজধানী পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪
রোগীর সঙ্গে প্রতারণায় খুলনায় গাজী মেডিকেলকে জরিমানা
আইসিইউ ব্যবসা ও চিকিৎসায় অনিয়ম
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর