আইসিইউ ব্যবসা, সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণা, চিকিৎসায় অব্যবস্থাপনা ও প্যাথলজি পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (ওষুধ, কেমিক্যাল) ব্যবহারের দায়ে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল (সার্জিক্যাল ক্লিনিক) কর্তৃপক্ষকে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে র্যাব-৬-এর বিশেষ অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এ সাজা দেন। জরিমানার অর্থ তত্ক্ষণাৎ পরিশোধ না করায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায় র্যাব। পরে সন্ধ্যায় জরিমানার অর্থ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তরা হলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) ডা. সুভাষ কুমার সাহা, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম মাহবুবুর হক, ল্যাব ইনচার্জ জেমস তরুণ সরকার, বাহারুল ইসলাম ও ফার্মেসি পরিচালক মোল্লা নাসির উদ্দিন। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে আইসিইউ সেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। বিনা কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়াই আইসিইউতে রোগী ভর্তি করে টাকা আদায় করা হতো। পাশাপাশি আইসিইউর বেড ভাড়া ৩ হাজার টাকা বলা হলেও পরে সার্ভিস চার্জ, কনসালট্যান্ট ফির নামে এর কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হতো। এ ছাড়া রোগীদের প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হয়। হাসপাতালে ব্লাড ব্যাংকের অনুমোদন না থাকলেও অভিযানকালে ২৩ ব্যাগ কালচে নষ্ট হয়ে যাওয়া রক্ত উদ্ধার হয়। বিভিন্ন প্যাথলজি পরীক্ষার রিপোর্টে চিকিৎসকদের পরিবর্তে অন্যদের স্বাক্ষর নেওয়ার প্রমাণপত্র পাওয়া গেছে।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
রোগীর সঙ্গে প্রতারণায় খুলনায় গাজী মেডিকেলকে জরিমানা
আইসিইউ ব্যবসা ও চিকিৎসায় অনিয়ম
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর