সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিয়াজ-ওয়াজের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

রিয়াজ-ওয়াজের বিচার শুরু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকির ও ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের   নেতৃতে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে। এর মধ্য দিয়ে এই মামলায় আসামিদের বিচার শুরু হলো বলে আইনজীবীরা জানিয়েছেন। ৩১ জানুয়ারি প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।  এই মামলায় গণহত্যা, হত্যা, ধর্ষণ ও গণধর্ষণের পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, একাত্তরে রিয়াজ ছিলেন আলবদর সদস্য, আর ওয়াজ ছিলেন রাজাকার।

ময়মনসিংহের এমপি হান্নানসহ আটজনের অভিযোগ আমলে : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নানসহ আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের  নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ,  রেজিয়া সুলতানা চমন, আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর