শিরোনাম
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আইসিসিবিতে জমজমাট ইন্দো বাংলা অটোমোটিভ শো

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমজমাট হয়ে উঠেছে ইন্দো-বাংলা অটোমোটিভ শো। রাজধানীর কুড়িলে আইসিসিবি প্রাঙ্গণের এই প্রদর্শনীতে গতকাল গিয়ে দর্শকদের ভিড় দেখা যায়। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনীতে আন্তর্জাতিক মানের বিভিন্ন ভেহিকেল কিনতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তিন দিনব্যাপী মেলা সবার জন্য উন্মুক্ত। শেষ হবে আজ।

সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারসের উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো এই প্রদর্শনী হচ্ছে। এতে স্থান পেয়েছে বাংলাদেশ-ভারতের প্রথম সারির অটোমোটিভ কোম্পানির আন্তর্জাতিক মানের অটোমোবাইল। টাটা মোটরস, উত্তরা মোটরসসহ অটোমোবাইল কোম্পানিগুলোর প্যাভি?লিয়নে দর্শকদের বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে। স্টল কর্মীরা জানিয়েছেন— গ্রাহকরা অনেকেই গাড়ি, এমনকি ট্রাক কিনতে অর্ডার দিয়েছেন। প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে দর্শকদের পরিবহনের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে গাড়িতে আসতে পারেন দর্শকরা। এমনকি সন্ধ্যার পরে নিজের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এবারের প্রদর্শনীতে ১৩টি অটোমোবাইল কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে টাটা মোটরস ১১টি নতুন কমার্শিয়াল কমার্শিয়াল  ভেহিকেল প্রদর্শন করছে। এ ছাড়া অশোক লেল্যান্ড, উত্তরা, রানার, নিটল-নিলয়, হিরো, টিভিএস, ইয়ামাহা, বাজাজ কোম্পানির আধুনিক সুবিধা সম্পন্ন গাড়ি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ৮ ফুট লম্বা লোড বডির ছোট পণ্যবাহী গাড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত ছোট ভ্যান, মিউনিসিপ্যালিটির বর্জ্য ব্যবস্থাপনার মিনি ট্রাক ও শক্তিশালী পিকআপ এবং নির্মাণকাজে ব্যবহারের জন্য শক্তিশালী টিপার। স্টল কর্মীরা জানিয়েছেন এই টিপার দেশের সব নির্মাণ প্রকল্পে ব্যবহার উপযোগী। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের দাফতরিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে টাটা নিয়ে এসেছে ১২ সিটের বাস। স্বল্প মেইনটেনেসে খুবই চমৎকার মডেলের গাড়িটি সবার নজর কেড়েছে বলে জানিয়েছেন বিক্রয়কর্মীরা। আন্তঃনগর যাত্রী পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি বাসও প্রদর্শিত হচ্ছে। এসব গাড়িতে বিনিয়োগ করতে চাইলে ব্যাংকিং সুবিধা পেতে সহযোগিতা করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে।

সর্বশেষ খবর