বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিন জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক

সরকার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে। একই সঙ্গে দুজনকে বদলি করেছে। অন্যদিকে তিন জেলা প্রশাসককে প্রত্যাহার করে মন্ত্রণালয় ও অধিদফতরে পদায়ন করেছে। জানা যায়, নরসিংদী, শেরপুর ও খাগড়াছড়িতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. রাশেদুল ইসলামকে। নরসিংদীর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুভাষচন্দ্র বিশ্বাস। আর শেরপুরের ডিসি করা হয়েছে পরিবেশ অধিদফতরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেনকে। আদেশে বলা হয়, রংপুরের ডিসি মো. রাহাত আনোয়ারকে সিলেটে এবং খাগড়াছড়ির ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে রংপুরের ডিসি করা হয়েছে। এর মধ্যে নরসিংদীর ডিসি আবু হেনা মোর্শেদ জামানকে পরিবেশ অধিদফতরের পরিচালক, সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীনকে স্থানীয় বিভাগের প্রকল্পের পরিচালক ও শেরপুরের ডিসি এফ এম পারভেজ রহিমকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর