বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সোনারগাঁও টেক্সটাইলের এমডির নামে ৫ কোটি টাকার প্রতারণা মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে সমন দিয়েছেন আদালত। গতকাল বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক বরিশাল শাখার সিনিয়র অফিসার মো. গোলাম ছরোয়ার। মামলার বিবাদী সোনারগাঁও টেক্সটাইলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একেএম আজিজুর রহমানের বিরুদ্ধে একই অভিযোগে ইতিপূর্বে আরও তিনটি মামলা হয়েছে। একই ব্যাংকের কর্মকর্তারা বাদী হয়ে মামলা তিনটি করেন। গতকালের মামলায় অভিযোগ করা হয়, নগরীর রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের নামে ব্যাংকের বরিশাল শাখা থেকে ২০১৫  সালে ২৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৬৮১ টাকা ঋণ নেয় একেএম আজিজুর রহমান। ঋণের টাকার বিপরীতে গত বছরের ২৯ ডিসেম্বর ৫ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৪২০ টাকার চেক দেয় আজিজুর রহমান। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকে ওই চেক প্রত্যাখ্যাত হয়। এই ঘটনায় তাকে আইনি নোটিস দেওয়া হয়। তিনি নোটিসের জবাব না দেওয়ায় তার নামে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর