শিরোনাম
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মারা গেলে গার্মেন্ট শ্রমিক পাবেন ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্ট সেক্টরে শ্রমিকদের কর্মক্ষেত্রে মৃত্যু হলে ৩ লাখ টাকা, কর্মক্ষেত্রের বাইরে মৃত্যু হলে ২ লাখ টাকা, আহত হলে বা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া  কোনো শ্রমিক মারা গেলে বীমা বাবদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। শতভাগ রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল  থেকে শ্রমিকদের এই আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গার্মেন্ট সেক্টরের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের সভা গতকাল শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর