Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:২২

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা

দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে খুলনার ইজতেমা। গতকাল দুপুরে নগরীর জিরো পয়েন্টের ইজতেমা ময়দানে এ মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন। মুসল্লিদের ‘আমিন আমিন’ ধ্বনিতে এ সময় ইজতেমাস্থলে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সৃষ্টি হয়। এর আগে সকাল পৌনে ১০ টায় বয়ান শুরু হয়।

জেলা তাবলিগ জামাতের আয়োজনে বৃহস্পতিবার থেকে তিন দিনের এ ইজতেমা শুরু হয়। ২০১৯ সালে খুলনায় পুনরায়  জেলা ইজতেমা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

এবারের ইজতেমায় খুলনা, বাগেরহাটসহ সৌদি আরব, মরক্কো, সুদান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, দক্ষিণ আফ্রিকাসহ মোট ১৫টি দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন। তাদের জন্য ইজতেমার আম বয়ান আরবী, ইংরেজি, মালয়েশিয়া ও কিরগিজ ভাষায় তরজমা করা হয়।


আপনার মন্তব্য