বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে যাত্রীর পেটে ১৫ লাখ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে যাত্রীর পেটে ১৫ লাখ টাকার সোনা

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ টাকার সোনাসহ সানাউল্লাহ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল ভোরে কুয়ালালামপুর থেকে আসা ইউএসবাংলার একটি ফ্লাইট (বিএস-৩১৪) থেকে তাকে আটক করা হয়। কাস্টমস জানায়, তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে পরীক্ষা করা হলে তার পেটে সোনার অস্তিত্ব পাওয়া যায়। তাকে বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করানো হলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়। তিনি আরও বলেন, পরে তাকে মোবাইল টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়। সেখানে তিনি ৩টি সোনার বার পায়ুপথে বের করেন। উদ্ধার করা সোনার ওজন ৩০০ গ্রাম।

সর্বশেষ খবর