Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৩ মে, ২০১৮ ০২:০৮

শিল্পকলায় ‘দ্য অ্যালকেমিস্ট’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘দ্য অ্যালকেমিস্ট’

ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চায়ন করেছে জাদু-বাস্তব রীতি আশ্রয়ের নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাবির নাট্যক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ। সান্তিয়াগোর বাবার ইচ্ছা ছিল ছেলে ধর্মযাজক হবে, কিন্তু বিশ্ব ভ্রমণের ইচ্ছায় সে হয়ে যায় মেষপালক। স্বপ্নে দেখা রত্নের অন্বেষণে জন্মস্থান আন্দালুসিয়া থেকে বহু পথ পেরিয়ে সে পৌঁছে যায় মিসরে। সেখানে তার সঙ্গে অ্যালকেমিস্টের দেখা হয়। তিনি এমন এক রহস্যময় ব্যক্তি যিনি ধাতুকে স্বর্ণে রূপান্তরিত করতে পারেন এবং জানেন মহাবিশ্বের ভাষা। সান্তিয়াগোর মনোবল ও দৃঢ় সংকল্প এবং হৃদয় দিয়ে জগতটাকে অনুভব করার চেষ্টা মুগ্ধ করে অ্যালকেমিস্টকে। তিনি সান্তিয়াগোকে শেখান জগতের আসল রহস্য-  জীবনের মানে। সান্তিয়াগোকে তার স্বপ্নের কাছে পৌঁছাতে সাহায্য করেন অ্যালকেমিস্ট। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুজিব, শতাব্দী, নোমান, তাথৈ, রাকিব, আবির, দোলা, উচ্ছ্বাস, সেতু, সাথী, রাসেল, মিরাজ, নিশাত, নিক্সন, নিশু, ইশিকা প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক ‘রাঢ়াঙ’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ।


আপনার মন্তব্য