রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরেই দৃশ্যমান হবে’

বাগেরহাট প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হাজার হাজার শ্রমিক কাজ করছে। আগামী ডিসেম্বরেই দৃশ্যমান হবে ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি। তখন পরিবেশবাদীরা দেখতে পারবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রা।

গতকাল দুপুরে মোংলা সরকারি কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান মোংলা বন্দরকে ধ্বংস করেছেন। ওই সময় মোংলা-রামপাল ছিল সন্ত্রাসের জনপদ। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই জনপদকে শান্তির জনপদে ফিরিয়ে এনেছে।  তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয় মোংলা সরকারি কলেজ।

 মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ. রহমান, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদাল হালদার,  উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। এর আগে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত অফিসার্স ক্লাব ভবনের উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর