সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনা-এরশাদ ঐক্য থাকলে সব ঠিক : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঐক্য বজায় থাকলে সব ঠিক থাকবে। আগামীতে কোনো অপশক্তি ক্ষমতা দখল করতে পারবে না। তিনি বলেন, উভয়েই অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। গণতন্ত্র সুরক্ষা ও সংবিধান সমুন্নত রাখার জন্য তাদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গতকাল শ্যামপুর বালুর মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, গোপাল দাশ, ডি. কে সমির, বিলাস পোদ্দার, কিশোর চন্দ্র দাশ, চিত্ত রঞ্জন কর, ইন্দ্রজিৎ দাশ, শিপলু পাল প্রমুখ। বাবলা আরও বলেন, আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে সরকার সব মন্দির ও পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির নেতা-কর্মীরা সব পূজামণ্ডপে প্রহরী হিসেবে পাহারা দেবে, যাতে কোনো অপশক্তি মন্দিরে কোনো নাশকতা করতে না পারে।

সর্বশেষ খবর