শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুগ্ম-সচিব হলেন ১৫৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

সরকার বিভিন্ন ব্যাচের ১৫৪ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। গতকাল রাতে জনপ্রশাসন পৃথক দুটি আদেশে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করে।

নিয়মানুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে একটা বড় অংশই রয়েছেন যারা বিভিন্ন সময়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এক আদেশে ১৪৯ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এক আদেশে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত আরও ৫ জন উপসচিবকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।  এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ১৮২ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার। বর্তমান সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে এবার ১৫৪ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দিল সরকার। যদিও পদের তুলনায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বেশি।

সর্বশেষ খবর