বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তথ্য না দেওয়ায় দুজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

তথ্য না দেওয়ায় তথ্য অধিকার আইনে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁয়ে তথ্য কমিশন কার্যালয়ে এক শুনানি শেষে এ জরিমানা করা হয়। শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও সুরাইয়া বেগম। এ সময় ১১টি অভিযোগের শুনানি শেষে ৫টি অভিযোগের তাত্ক্ষণিক নিষ্পত্তি করা হয় এবং আরও ৬টি অভিযোগের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। তথ্য কমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আবেদনকারীর চাওয়া তথ্য না দেওয়ায় এবং কারণ দর্শানো নোটিসের জবাব না দেওয়ায় লক্ষ্মীপুরের চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক বোরহান উদ্দিন রাব্বানিকে পাঁচ হাজার টাকা এবং চাঁপাই নবাবগঞ্জের মোল্লাটোলার তেলকুপি জমিলা সরণি কারিগরি ও ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর