বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে জব্দ সাড়ে তিন কোটি টাকার মোবাইল সেট

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কোটি টাকার মোবাইলফোন সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল বেলা ১১টার দিকে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে মোবাইলফোনগুলো জব্দ করা হয়। পাচারের উদ্দেশে এসব মোবাইলফোন ঢাকায় আনা হয় বলে জানান গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড-এ ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটে মালিকবিহীন দুটি ব্যাগ জব্দ করা হয়। পরে ব্যাগ দুটি তল্লাশি করে ক্লাউডফোন লিট ব্র্যান্ডের ৯০০ পিস মোবাইলফোন  পাওয়া যায়। এগুলো ব্যাংকক থেকে এনে লস্ট অ্যান্ড ফাউন্ডে রাখা হয়। যা পরবর্তীতে কোনো যাত্রীর মাধ্যমে পাচার করা হতো বলে তাদের কাছে গোপন তথ্য ছিল। জব্দ মোবাইলফোনগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর