Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৫ নভেম্বর, ২০১৮ ০১:২১

নির্বাচনে জননিরাপত্তায় গুরুত্ব দেওয়ার আহ্বান সুশীল সমাজের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে জননিরাপত্তায় গুরুত্ব দেওয়ার আহ্বান সুশীল সমাজের

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র চলছে দাবি করে জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় প্রেস ক্লাবে গতকাল জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। সংগঠনের প্রধান নির্বাহী ও কবি নাসির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক সুভাষ সিংহ রায়, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল ইসলাম প্রমুখ। ড. কাজী খলীকুজ্জমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার গণতান্ত্রিক মনোভাবের কারণে আসন্ন সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেবে। সেই ভোটে কোনো বাধাবিঘ্ন হোক, সেটা আমরা চাই না। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে দেশবাসীর অতীত অভিজ্ঞতা খুবই তিক্ত। তাই আসন্ন নির্বাচন নিয়ে জননিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশে অংশগ্রহণমূলক একটি নির্বাচন যে হচ্ছে, তার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ, ২০০৪ সালে যে ঘটনা প্রধানমন্ত্রীর সঙ্গে ঘটেছে, এরপরও তিনি তাদের সঙ্গে সংলাপে বসেছেন। এটা কত উদার চিন্তা-ভাবনার ফসল, তা বলে বোঝানো যাবে না।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর