Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২১ নভেম্বর, ২০১৮ ০২:৫৯

জনগণের প্রত্যাশা রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে

— ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক

জনগণের প্রত্যাশা রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির বিশেষ ফেলো ও খ্যাতনামা অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জনপ্রত্যাশার সঙ্গে আমাদের আঞ্চলিক কাঠামোর যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে, এই পার্থক্য ঘুচাবার জন্য, হয়তো নতুন ধরনের পদ্ধতি ও নতুন ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন পড়বে। সেই প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই পদ্ধতির জনপ্রত্যাশাকে পূরণ করতে হলে, জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে, রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। গতকাল রাজধানীতে এক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে এ সব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।

 


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর