মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাখির ধাক্কা খেয়ে ইউএস বাংলার জরুরি অবতরণ

কলকাতা প্রতিনিধি

আকাশে পাখির সঙ্গে ধাক্কা খেয়ে ঢাকা-কলকাতাগামী ইউএস-বাংলা বিমান রানওয়েতে নেমে পড়তে বাধ্য হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার নেতাজী সুভাষ চন্দ  বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে একটি পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। এরপর বিমানটিকে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়। বিমানটিতে ১৬২ জন যাত্রী ছিলেন। কলকাতার এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-এর এক মুখপাত্র জানান, অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটি পরীক্ষা করানো হয়। এ সংঘর্ষে বিমানটির কোনো ক্ষতি হয়নি। তিনি আরও জানান, ঢাকা-কলকাতা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিএস২০১’ এর কলকাতায় অবতরণের নির্ধারিত সময় ছিল ১০.১৯ মিনিটে। পরে বেলা ১২.০৫ নাগাদ সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগ, রানওয়ের চারপাশের দেওয়ালের একদিকের অংশের পাশে স্থানীয় কিছু রেস্তোরাঁ থেকে প্রচুর খাবারের প্যাকেট ও নোংরা ফেলা হয়। যার ফলে বিমানবন্দর সংলগ্ন স্থানে পাখির আনাগোনা ক্রমশ বাড়ছে।

সর্বশেষ খবর