মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পানির দামে গাছ কিনে নিলেন কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিল্প শিক্ষায়তনের আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ১৬৫টি গাছ সাড়ে ৬ লাখ টাকায় পানির দামে কিনে নিলেন রাসিক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম আনার। অবশ্য তার দাবি, ‘নিয়ম মেনেই গাছের বরাদ্দ হয়েছে।’

স্থানীয়রা জানান, রবিবার রাজশাহী শিল্প শিক্ষায়তনের ১৬৫টি গাছ দরপত্রের মাধ্যমে বিক্রির জন্য দিন নির্ধারিত ছিল। এ জন্য ২০-৩০ জন ঠিকাদার ওই দরপত্রে অংশ নিতে যান। কিন্তু স্থানীয় কাউন্সিলর আনোয়ারুল ইসলাম আনারের লোকজন ঠিকাদারদের দরপত্রে অংশ নিতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু দুপুর ১২টার দিকে কাউন্সিলর আনোয়ারুল ইসলাম আনার এসে দরপত্রের পুরো নিয়ন্ত্রণ নেন। এরপর তিনি সবার বিটের টাকা ফেরত দিয়ে নগরীর দরগাপাড়ার কামরুল ইসলামের নামে গাছগুলোর বরাদ্দ করিয়ে নেন। ওই ঠিকাদার ১৬৫টি গাছের দর দেন সাড়ে ছয় লাখ টাকা। ঠিকাদাররা জানান, ওই গাছগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা হবে। দীর্ঘদিনের পুরনো গাছগুলো কাউন্সিলর আনারের হস্তক্ষেপে পানির দামে দেওয়া হয় ওই ঠিকাদারকে। অন্য ঠিকাদাররা দরপত্রে অংশ নিতে পারলে সরকার আরও ৯ লাখ টাকা রাজস্ব পেত বলেও দাবি করেন তারা।

সর্বশেষ খবর