বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চলে গেলেন সাংবাদিক আবু বকর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন সাংবাদিক আবু বকর চৌধুরী

বন্ধু-বান্ধব, সহকর্মী ও আত্মীয়স্বজন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জ্যেষ্ঠ  সাংবাদিক দৈনিক মানব কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ভোর সোয়া ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবার কবরেই দাফন করা হয়েছে তাকে। তার পারিবাকির সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতে হঠাৎ বুকের ব্যথা অনুভূত হলে দ্রুত বাসার পাশের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু বকর চৌধুরী স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকার মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংঠনের নেতারা প্রয়াতের সহকর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে বিশিষ্ট সাংবাদিক আবু বকর চৌধুরীর মৃত্যুতে এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। ১৯৬৪ সালের ২১ জুন রাজধানী ঢাকার গ্রিন রোডে আবু বকর চৌধুরী জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। বাবা আবদুল হালিম চৌধুরী ও মা রাজিয়া খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাপ্তাহিক প্রত্যায়ন পত্রিকার নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করে সাপ্তাহিক খবরের কাগজ, দৈনিক আজকের কাগজ, আমাদের সময়, সমকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর