বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক পতন

নিজস্ব প্রতিবেদক

সূচকের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১২ পয়েন্টে। তবে কিছুটা বেড়ে ৭৬৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে।  লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৮৫টি এবং অপরিবর্তিত থাকে ৪৭টির। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৭৩ কোটি ৭২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে জেনেক্স ইনফোসিস এবং ২৩ কোটি ৫৫ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে সোনার বাংলা ইন্স্যুরেন্স। টপটেনে লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেথ- প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন কেবল, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক এবং সুহৃদ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭২৮ পয়েন্টে। হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৫১টি এবং অপরিবর্তিত থাকে ২৭টি। আর ৩৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর