বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সরকারকে রিজভী আহমেদ

খালেদা জিয়া অসুস্থ, তার ওপর জুলুম করবেন না

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক হয়েছে, এবার ক্ষান্ত দেন। একজন গুরুতর অসুস্থ বয়স্ক (বেগম খালেদা জিয়া) নেত্রীর ওপর জুলুম করবেন না।’ গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘একটি বছর কারারুদ্ধ করে রেখে অত্যাচার করেছেন, এবার মুক্তি দিন। ইতিহাস পড়–ন, ইতিহাস বড় নির্মম। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া প্রচ- অসুস্থ। চোখেও প্রচ  ব্যথা। তার পা ফুলে গেছে। অথচ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। কিছুদিন ধরে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের নিচতলায় ছোট একটি কক্ষে অস্থায়ী ক্যাঙারু আদালত সাজিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে সেখানে টেনে এনে জোর করে বিভিন্ন মামলায় শুনানি করা হচ্ছে।’

খালেদা জিয়ার জামিনের বিষয়ে রিজভী অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে যেন ‘লুকোচুরি’ খেলা হচ্ছে। এক মামলায় জামিন নিলে আরেক মামলায় জামিন বাতিল করা হয়েছে। হাই কোর্ট জামিন দিলে আপিল বিভাগ আবার জামিন স্থগিত করেছে। পরে আপিল বিভাগ জামিন দিলে নিম্ন আদালত আরেকটি মামলায় জামিন আটকে দিয়েছে। এমন করে পার হয়ে গেছে একটি বছর। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর