সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুবককে গাছের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাই এবং বাবা মিলে গাছের সঙ্গে শিকলে বেঁধে শাহীন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে নির্যাতন করেছেন। গত বুধবার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে (পূর্বপাড়ায়) ঘটা এ ঘটনার ভিডিও ও ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, পরে শাহীনের মামা মনসুর আলী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বাবা সেলিম মিয়া (৬০), সৎ ভাই সাইফুল ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আটক করেছে। গতকাল তাদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শাহীনের মামা মনসুর অভিযোগ করেন, শাহীনের বাবা সেলিম দ্বিতীয় বিয়ে করার পর বেশ কিছুদিন থেকে শাহীনের সঙ্গে বসত বাড়ি ও জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার বাবা ও সৎ ভাইয়ের ভাড়া করা একদল দুর্বৃত্ত শাহীনকে গাছের সঙ্গে শেকল দিয়ে  বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় তার কাছে থাকা একটি  সোনার চেইন ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে শাহীনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, গত শনিবার দাউদকান্দি মডেল থানায় শাহীনের মামা নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন শিরিন আক্তার, সাইফুল, ফাতেমা বেগম, জান্নাত, সেলিম, আনোয়ার  হোসেন, রাজ্জাক, শরীফ ও আলমগীর হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর