নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে নদী দখলমুক্ত করার জন্য যে উচ্ছেদ অভিযানের কাজ হাতে নিয়েছি, সেখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। সরকারের চেয়ে প্রভাবশালী কেউ হতে পারে না। সুতরাং নদী দখলমুক্ত অভিযান চলবে। কারও প্রভাবে এটি বন্ধ হবে না। গতকাল সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাপার এমপি পীর ফজলুর রহমান মিসবাহর (সুনামগঞ্জ-৪) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সরকারের এ দৃঢ়তার কথা জানান। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৬ সালে একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ ও দখলমুক্ত করতে একটি প্রকল্প পাস হয়। সে সময় একটি টাস্কফোর্সও গঠিত হয়। এরই ধারাবাহিকতায় ঢাকার চারপাশের নদীসহ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর দখলমুক্ত করতে ও নদী দূষণরোধে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে। কোনো প্রভাবশালীর প্রভাবে এটা বন্ধ হবে না। কেউ বাধা দিলে তা মানা হবে না। এটি অব্যাহত থাকবে। এটাকে কেউ রোধ করতে পারবে না। সর্বস্তরের মানুষ ও পরিবেশবিদরা এটাকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এরপর আমরা নদীর নাব্যতা বাড়িয়ে এটাকে আরও বেশি বাণিজ্যিকভাবে কাজে লাগাতে চাই। ড্রেজার আছে ৮টি : নাছিমুল আলম চৌধুরীর (কুমিল্লা-৮) লিখিত প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ’ প্রকল্পের অধীনে ইতিমধ্যে ৮টি ড্রেজার সংগৃহীত হয়েছে। ২টি এ মাসে এবং বাকি ড্রেজারগুলো চলতি বছর ড্রেজার বহরে যুক্ত হবে। শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের সংখ্যা ৪টি। নৌ দুর্ঘটনায় মারা গেছে ৪ হাজার ৭৩২ জন : এমপি দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী জানান, স্বাধীনতার পর ১৯৭৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছোট-বড় ৬৩৯টি দুর্ঘটনায় ৪ হাজার ৭৩২ জন মারা গেছে। তিনি জানান, মেরিন কোর্টে ওই সময়ে নৌ দুর্ঘটনাসহ নৌযান পরিচালনায় বিভিন্ন অপরাধের জন্য ২৬ হাজার ৮৯৭টি মামলা হয়। এর মধ্যে নৌ দুর্ঘটনার মামলা ৪৪৮টি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
নদী নিয়ে যত ভাবনা
কারও প্রভাবে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না : নৌ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর