রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চূড়ান্ত হয়নি আওয়ামী লীগের প্রার্থী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চূড়ান্ত হয়নি আওয়ামী লীগের প্রার্থী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ৭ উপজেলায় আওয়ামী লীগের প্রবীণ-নবীন মিলে প্রার্থী চূড়ান্ত হলেও এখনো চূড়ান্ত হয়নি দক্ষিণ জেলার আরও ৭টি উপজেলায় দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী। ইতিমধ্যে দক্ষিণের ৭ উপজেলার সম্ভাব্য প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠিয়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনের ২য় ধাপে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উত্তরের ৭ উপজেলায় নির্বাচন। উপজেলাগুলো হলোÑ মিরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া। এসব উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পেয়েই নানাভাবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের নজরে আসতে চেষ্টা করছেন।

জানা যায়, চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় নির্বাচন হবে। ৭ উপজেলায় ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেনÑ হাটহাজারীতে উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, সীতাকুণ্ডে  উত্তর জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, সন্দ্বীপে বর্তমান উপজেলা  চেয়ারম্যান মো. শাহজাহান, রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, মিরসরাইয়ে উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, ফটিকছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং রাউজানে বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী। দক্ষিণ জেলার ৭ উপজেলায় বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া ও বাঁশখালীতে হবে ৩য় ধাপে। তবে সাতকানিয়ায় এখনো ঘোষণা করেনি কখন নির্বাচন হবে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, উত্তরের ৭ উপজেলায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দক্ষিণ জেলার ৮ উপজেলার মধ্যে কর্ণফুলী উপজেলায় আগেই নির্বাচন হয়ে যাওয়ায় এখানে নির্বাচন আর হবে না। উপজেলাগুলোর প্রার্থীর নাম ইতিমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডই নির্ধারণ করবে বলে জানান তিনি। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, প্রথম দফা ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের কোনো উপজেলায় নির্বাচন হচ্ছে না। দ্বিতীয় দফায় ১৮ মার্চ চট্টগ্রামের ৭টি উপজেলায় নির্বাচন হবে।

সর্বশেষ খবর